দলগতভাবে পরীক্ষার আসন-সংরক্ষণ

  • *জাপানে পরীক্ষা দেওয়ার সময়, দলগতভাবে পরীক্ষার আসন-সংরক্ষণ করতে না পারলেও, কোম্পানি / দল কর্তৃক Voucher ExpressOpen in new windowব্যবহার করে, অনেকগুলো ভাউচার কেনা যাবে।
  • * কিছু দেশে দলগতভাবে পরীক্ষার আসন-সংরক্ষণ করা নাও যেতে পারে। বিস্তারিত জানার জন্য প্রোমেট্রিক রিজার্ভেশন ওয়েবসাইটOpen in new window দেখুন।
ওয়েবসাইটে দলগতভাবে আসন-সংরক্ষণ করার চিত্র

দলের দায়িত্বে থাকা ব্যক্তি, প্রোমেট্রিক ওয়েবসাইটের দলগতভাবে আসন-সংরক্ষণOpen in new window পৃষ্ঠা থেকে দলগত আবেদনের ফ্রম ডাউনলোড করবে

ওয়েবসাইটে দলগতভাবে আসন-সংরক্ষণ করার চিত্র

প্রোমেট্রিক কোম্পানির দলগতভাবে আসন-সংরক্ষণের ডেস্কে, ই-মেইলের মাধ্যমে ফর্ম প্রেরণ করবে
ইমেইল ঠিকানা: groupreg@prometric.com (ইমেল প্রেরণ করার সময়, পূর্ণ-প্রস্থ (দুই বাইট) @ চিহ্নকে (এক বাইট) @ চিহ্নে পরিবর্তন করুন।)

ওয়েবসাইটে দলগতভাবে আসন-সংরক্ষণ করার চিত্র

দলগত আসন-সংরক্ষণের ডেস্ক থেকে আবেদন গ্রহণ করা বা না করা সম্পর্কে উত্তর গ্রহণ করা

হ্যাঁ হয়ে থাকলে

না হয়ে থাকলে

সময়সূচী এবং লোক সংখ্যা পুনরায় সমন্বয় করা

ভাউচার ক্রয় করা
(ভাউচার অফিস থেকে নগদে ক্রয় করা অথবা Voucher Express এর মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করা) *ভাউচার হল পরীক্ষার আবেদন করার জন্য প্রয়োজনীয় একটি নম্বর। পরীক্ষার ফি পরিশোধ করা হলে ইস্যু করা হবে। ভাউচারের মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে৷ *Voucher Express হল অনলাইনে ভাউচার অর্ডার করার ওয়েবসাইট। ব্যবহার করার জন্য, অগ্রিম অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে। ব্যবহার শুরু করতে 5 কার্যদিবস পর্যন্ত সময় লাগবে৷

দলগত আসন-সংরক্ষণের ডেস্ক থেকে গ্রহণ করা ফরম্যাটে, পরীক্ষার্থীর তালিকা তৈরি করে, নির্ধারিত পরীক্ষার তারিখের 15 কার্যদিবস আগে দুপুরের মধ্যে (পরীক্ষাটি শনিবার বা রবিবার হলে নির্ধারিত পরীক্ষার তারিখের 16 কার্যদিবস আগে দুপুরে) প্রেরণ করা *পরীক্ষার্থীর প্রোমেট্রিক আইডি অর্জন করার প্রয়োজন রয়েছে। প্রোমেট্রিক আইডি অর্জন করার জন্য রিজার্ভেশন ওয়েবসাইট Open in new windowদেখুন।
পরীক্ষার্থীর তালিকায় কোনো ঘাটতি থাকলে আসন-সংরক্ষণ করা যাবে না।

দলগত আসন-সংরক্ষণের ডেস্ক থেকে পরীক্ষার্থীর তথ্য নিবন্ধন সম্পন্ন হওয়ার নোটিশ এবং পরীক্ষার্থীর জন্য নিশ্চিতকরণ পত্র (Confirmation Letter) গ্রহণ করা যাবে। *নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর পরীক্ষার্থীর বদল বা বাতিল করা যাবে না।

প্রতিটি পরীক্ষার্থীকে নিশ্চিতকরণ পত্র বিতরণ করা হবে

পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষার দিনের কার্যধারাOpen in new window পরীক্ষা করবে

পরীক্ষার্থী নিশ্চিতকরণ পত্রে উল্লেখিত তারিখ ও সময় / ভেন্যুতে পরীক্ষা দিবে

পরীক্ষার দিন, পরীক্ষা শেষ হওয়ার পরে, কম্পিউটারের স্ক্রিনে পরীক্ষার ফলাফল (মোট স্কোর এবং রায়ের ফলাফল) প্রদর্শিত হবে বিধায় প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা করে নিশ্চিত হবে

পরীক্ষা দেওয়ার পরে 5 কার্যদিবসের মধ্যে, রিজার্ভেশন ওয়েবসাইটে সিদ্ধান্তের ফলাফলের নোটিশ ইস্যু করা হবে বিধায়,পরীক্ষার্থী প্রত্যেকে রিজার্ভেশন ওয়েবসাইটে লগ ইন করে ফলাফল নিশ্চিত করবে

Back to top