অধ্যয়নের টিপস

এখানে JFT-Basic পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী শিক্ষার উপকরণ পরিচয় করিয়ে দেয়া হবে। সবকিছু বিনামূল্যে, তাই জাপানি ভাষার শেখার জন্য ব্যবহার করুন।

Irodori: Japanese for Life in JapanExternal link

জাপানি ভাষার কোর্স বুক " IrodoriJapanese for Life in Japan" হল বিদেশীরা জাপানে বসবাস বা কাজ করার সময় প্রয়োজনীয়, মৌলিক জাপানি ভাষার যোগাযোগ দক্ষতা অর্জনের জন্য শিক্ষার উপকরণ।
জাপানের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দৃশ্যকল্প এবং বিষয় নিয়ে কাজ করে এবং প্রকৃত অর্থে ব্যবহার করা জাপানি ভাষার যোগাযোগ কার্যকরভাবে শেখা যাবে। প্রতিটি বিভাগের শেখার লক্ষ্য Can-do আকারে উপস্থাপন করে, সেই বিভাগের অধ্যয়নে "করতে পারা" বিষয়গুলো স্পষ্ট করেছে।

লক্ষ্যের লেভেল
A1, A2
ব্যাখ্যার ভাষা
ইংরেজি, জাপানি, চাইনিজ, মঙ্গোলিয়ান, ইন্দোনেশিয়ান, খেমার, থাই, ভিয়েতনামী, মায়ানমার, নেপাল
Irodori: Japanese for Life in Japan

IRODORI Japanese Online CourseExternal link

কোর্স বুক "Irodori: Japanese for Life in Japan" ভিত্তি করে সামগ্রিক জাপানি ভাষার দক্ষতা অর্জনের একটি কোর্স। "শেখার বিষয়বস্তু" দিয়ে জাপানের দৈনন্দিন পরিস্থিতিতে প্রয়োজনীয় জাপানি ভাষা, ভিডিও ব্যবহার করে ইন্টারেক্টিভভাবে শিখতে সক্ষম হয়ে "অনুশীলনের বিষয়বস্তু" দিয়ে কাঞ্জি বা ব্যাকরণ ইত্যাদির মতো আত্মবিশ্বাসের অভাব আছে এমন বিষয় বারবার অনুশীলন করা যাবে। স্মার্টফোন, কম্পিউটার এবং ট্যাবলেটে ব্যবহার করা যাবে বিধায়, অবসর সময় ব্যবহার করে, যে কোনো সময়, যে কোনো জায়গায় জাপানি ভাষা অধ্যয়ন করা যােব।

লক্ষ্যের লেভেল
A1, A2
ব্যাখ্যার ভাষা
ইংরেজি, জাপানি, চাইনিজ, মঙ্গোলিয়ান, ইন্দোনেশিয়ান, খেমার, থাই, ভিয়েতনামী, মায়ানমার, নেপাল
Logo of IRODORI Japanese Online Course click to this page

JF Japanese e-Learning MinatoExternal link

বিভিন্ন জাপানি ভাষার অনলাইন কোর্স প্রদান করা Japan Foundation জাপানি ভাষা শেখার প্ল্যাটফর্ম। নিবন্ধন করলে যে কোনো সময় যে কোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে জাপানি ভাষা শেখা যাবে। এছাড়াও অন্যান্য জাপানি ভাষা শেখার ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক রয়েছে।

জাপানি ভাষা শিক্ষাদানকারী ব্যক্তির জন্য

Japan Foundation, মাতৃভাষা জাপানি নয় এমন বিদেশী, "নির্দিষ্ট দক্ষ শ্রমিক" এর মতো স্টেটাস অফ রেসিডেন্স (উদাহরণস্বরূপ) নিয়ে জাপানে আসলে, জাপানের জীবনের পরিস্থিতিতে প্রয়োজনীয় মৌলিক জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতাকে Can-do Statement ("~ করতে পারি" নামক কাজ সম্পাদনের ক্ষমতাকে প্ৰকাশ করার ফর্ম) দিয়ে বর্ণনা করা "JF জীবন যাপনের জন্য জাপানি ভাষা Can-do" 2019 সালে তৈরি করেছে। 2010 সালে ঘোষণা করা JF জাপানি ভাষা শিক্ষার মানদণ্ডের দর্শন / চিন্তাধারা উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বিধায় এটি A1 ও A2 স্তরের মোট 381 টি Can-do আইটেম নিয়ে গঠিত।

জাপানি ভাষার কোর্স বুক "ইরোদোরি দৈনন্দিন জীবনের জন্য জাপানি ভাষা", "JF জীবন যাপনের জন্য জাপানি ভাষা Can-do" এর মধ্যকার 341 টিকে শেখার লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।

Back to top